Main Menu

নবীনগরে অবহেলিত ইমাম হোসাইন মাদ্রাসার উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত শিকানিকা ইমাম হোসাইন মাদ্রাসাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার সকল শিক্ষার্থী বিনা বেতনে শিক্ষা গ্রহণ করে আসছেন। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য রয়েছে ১০ জন শিক্ষক ও একজন সুপার। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষকদের বেতন মাদ্রাসা সভাপতি হিসেবে শাহীন রেজা টিটু তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করে থাকেন।

আজ রবিবার সকালে মাদ্রাসাটির পরিদর্শনে আসেন সভাপতি শাহীন রেজা টিটু, এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর, সৈনিক আবুল বাশার, মুফতি মোঃ জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, ডাক্তার আবুল বাশার, হাফেজ মাওলানা ওমর ফারুক খান, মাওলানা মনির হোসেন, কাইয়ুম মেম্বার, শাহাদাত হোসেন মুকুল, মহিউদ্দিন সরকার মানিক, আবুল খায়ের প্রমুখ। মাদ্রাসা পরিদর্শনের সময় গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী হারুন অর রশিদ মাদদ্রাসার সভাপতির নিকট নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং এমপিও ভুক্ত হওয়ার আগ পর্যন্ত প্রতি বছর ১৫হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন। পরে মাদ্রাসার পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের মহামূল্যবান পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়।






Shares