Main Menu

নবীনগর বাজারে নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে ভাইরাস সংক্রমন ঠেকাতে লাল বৃত্ত স্থাপন

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল থেকে উপজেলার বাজার গুলির নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লাল কালি দিয়ে জায়গা চিহ্নিত করা হয়।
এসময় শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকান/ফার্মেসি ও কাঁচা বাজার গুলোতে এ কার্যক্রম চালাতে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, দোকান গুলোতে ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লাল কালি দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে।এবং সশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল তা মেনে চলার জন্য। কেউ তা অমান্য করলে জন সার্থে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Shares