Main Menu

নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকদল নেতা একে এম মামুন

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক একে এম মামুন। আজ শনিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাদিকুল হক সাদির, উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক ঝরু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।