Main Menu

নবীনগর পৌরসভা মেয়র নির্বাচিত হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা মেয়র নির্বাচিত হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৯ টায় পৌর সভা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিক নির্দেশনা দেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। আগামীতেও যেন সকলের পরামর্শ নিয়ে নবীনগর পৌরসভা কে মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,  সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,  সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ সহ নয়টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।