Main Menu

নবীনগর পৌরসভা নির্বাচন : আওয়ামী লীগের ১৮ প্রার্থীর মনোনয়ন ফর্ম জমা

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে ‘নৌকা’ প্রতীকে দলীয় মনোনয়ন পেতে শেষ পর্যন্ত ১৮ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ১৮ জন মনোনয়ন প্রত্যাশীর এসব দলীয় ফর্ম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলের কাছে জমা দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিপুল চন্দ্র সাহা সন্ধ্যায় জানান, মোট ১৯ জন আওয়ামী লীগের দলীয় ফর্ম সংগ্রহ করলেও শুক্রবার শেষ দিনে ১৮ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় সভাপতির কাছে ফর্মগুলো জমা দেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে দলীয় ফর্ম জমা দেওয়া ওইসব মনোনয়ন প্রত্যাশীরা হলেন (দলীয় কার্যালয় থেকে প্রাপ্ত তালিকার ক্রমানুসারে) মো. আবদুর রহমান, আবদুল্লাহ আল রোমান, সফিকুল ইসলাম, শিরীন শিলা, জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, মো. শুক্কুর খান, মো. মমিনুল হক, মো. খাইরুল আমীন, বোরহান উদ্দিন আহমেদ, মো. হুমায়ুন কবির, বশির আহাম্মদ সরকার. শিব শংকর দাস, মো. নাছির উদ্দিন, মো আবুল হোসেন মৃধা, মো. গোলাম শাহরিয়ার, মো. মনির হোসেন, এ বি এম রাশেদুল হাসান।
সূত্র আরো জানায়, ২/১ দিনের মধ্যে এসব প্রার্থীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে আওয়ামী লীগের হাই কমান্ডের কাছে চূড়ান্ত তালিকা জমা দেওয়া হবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বলেন, সর্বোচ্চ দু’দিনের মধ্যে বাছাই শেষে জেলা কমিটির কাছে মনোনয়ন প্রত্যাশী দলীয় প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা জমা দেওয়া হবে। তবে বিগত উপজেলা নির্বাচনে যারা নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর (দোয়াত কলম প্রতীক) পক্ষে কাজ করেছে, তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না।
প্রসংগত, আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ১৫ সেপ্টেম্বর বাছাই ও ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রতাহারের শেষ তারিখ নির্ধারণ করা রয়েছে।






Shares