Main Menu

নবীনগর উপজেলার উন্মুক্ত ভাবে হাট-বাজার ও খেয়াঘাট ইজারায় অংশগ্রহণ করারিদের নাম ঘোষনা

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উন্মুক্ত ভাবে হাট-বাজার ও খেয়াঘাট ইজারায় অংশগ্রহণ করারি ব্যাবসায়ীদের নাম ঘোষনা করেছেন নবীনগর উপজেলার প্রশাসন। গতকাল সোমবার রাতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত ভাবে ২০২১ ইং অর্থ বছরের হাট-বাজার ও খেয়া ঘাট ইজারা নিতে ইচ্ছুক ব্যাবসায়ীদের ক্রয়কৃত দরপত্র উন্মুক্ত নাম ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক, উপজেলা ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম, প্রকোল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির, বীরগাঁও ইউপির চেয়ারম্যান হাজী মো. কবির আহামেদ, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক এমকে জসিমউদদীন, সাংবাদিক মো. বাবুল প্রমুখ। এসময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা হাট-বাজার ও খেয়াঘাট ইজারা নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে হুশিয়ারী প্রদান করেন।

উল্লেখ্য, অনুষ্ঠিত নবীনগর উপজেলার হাট বাজার ইজারা নিয়ে প্রতিযোগিতায় উপজেলার শ্রীঘর বাজার গত বছরের ইজারা ছিলো ১৬ লক্ষ ১০ হাজার টাকা। এ বছর ৫৫ লক্ষ টাকা দিয়ে ১ বছরের ইজারা নিয়েছেন থোল্লাকান্দি গ্রামের আব্দুল লতিফ । বাইশমৌজা বাজার গত বছর ইজারা ছিলো ১৪ লক্ষ টাকা। এ বছর ৫১ লক্ষ টাকা দিয়ে ১ বছরের জন্য ইজারা নিয়েছেন বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কবির আহমেদের গ্রুপের লোকজন।






Shares