নবীনগরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী
নবীনগরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল উপজেলার কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী ছাএী সাথী শিকদার (১১)। জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের প্রবাসী শাহিদ শিকদারের নাবালিকা কন্যা ও কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী ছাত্রী সাথী শিকদারের সাথে দড়িলাপাং গ্রামের লাইক মিয়ার প্রবাসী ছেলে বিল্লাল মিয়া (২৭) এর সাথে শনিবার ১১ অক্টোবর বিবাহের দিন ধার্য করা হয়। এ উপলক্ষে উভয় পক্ষের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি ভূমি কর্মকর্তা আবু কালাম এর নজরে এলে তিনি তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করে বিয়ে বন্ধ করে দেন। ফলে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী সাথী শিকদার।
« শোক সংবাদ :: আশিকুল আলম বাবলু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে দু’গোষ্ঠীর সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশত »