নবীনগরে ভিজিএফ ও ভিজিডির চাউল পাওয়ায় চাউল ব্যবসায়ী শ্রীঘরে
উপজেলার দুর্যোগ ব্যস্থাপনা শাখা গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুলাই সাতমোড়া ইউনিয়নের চুউড়িয়া বাজারের মৃত রহিছ উদ্দিনের ছেলে মনির মিয়া (৫২) এর চাউলের দোকানে অভিযান চালিয়ে দু:স্তদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফ ও ভিজিডির বিপুল পরিমান চাউল উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মনিরকে উক্ত চাউল সহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, আসন্ন ঈদকে সামানে রেখে গত ৩০ জুন থেকেই সরকারের নিয়মিত কর্মসূচীর আওতায় দুস্তদের মাঝে ভিজিএফ ও ভিজিডির চাউল বিতরণের কার্যক্রম চলছে। এই কর্মসূচীর আওতায় সাতমোড়া ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মেদ গত ৩০ জুন জনপ্রতি ১০ কেজি হিসেবে ৯২৩ টি কার্ডের বিপরিতে ৯২৩০ কেজি চাউল উত্তোলন করেন। দু:স্তদের মাঝে চাউল বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান ৩ জুলাই চাউল বিতরণ সম্পন্ন হয়েছে মর্মে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে লিখিত অবহিত করেন। তার পরই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে ওই চাউল ব্যবসায়ীর দোকান হতে বিপুল পরিমান চাউল সহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, চাউল সঠিকভাবেই বিতরণ করা হয়েছে। তবে কিভাবে ওই চাউল তার কাছে গেল আমি কিছুই জানিনা। উপজেলার নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দু:স্তদের চাউল বিতরণে অনিয়ম পাওয়া গেলে সে যেই হোক তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।