নবীনগরে বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল
আগামি বার দিনের আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রসাশক মো: মলাই মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অবৈধ নতুন সেক্রেটারী নিয়োগ বাতিলের দাবীতে জেলা বিএনপির প্রতি অনুরুধে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
জানা যায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির তিন তিন বারের নির্বাচীত সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর প্রশাসক মো: মলাই মিয়া গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা কমিটি তাকে বহিষ্কার করে। সম্প্রতি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এড: আনিছুর রহমান মঞ্জুকে নবীগনর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে গতকাল মঙ্গলবার মলাই মিয়া গ্রুপের নেতাকর্মীরা নবীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি এসে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, আগামি ২০/০৪/১৪ ইং তারিখের মধ্যে বহিস্কার আদেশ প্রত্যাহার করতে হবে। আরো জানা যায় যে সাবেক এমপি আলহাজ্ব কাজী মো: আনোয়ার হোসেনের চক্রান্তে ও ষড়যন্ত্রে তৃনমূল বিএনপি আজ ধ্বংশের মুখে, তার বিরুদ্ধেই আজকের প্রতিবাদ ও গন-আন্দোলন। চক্রান্ত ও ষড়যন্ত্রকারী কাজী আনোয়ারের বিরুদ্ধে পর্যায়ক্রমে মানব বন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ, কালো পতাকা প্রদর্শন, ঝাড়– মিছিল এবং হরতাল সহ নানান কর্মসূচী চালিয়ে যাবে। এমন কি সর্বপুরি ১০/১৫ হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্রকারী কাজী আনোয়ারের বিরুদ্ধে বিএনপির চেয়ার পারসনের কার্যালয়ে স্মারক লিপি প্রদানও গন-পদত্যাগসহ অবস্থান কর্মসুচি গ্রহন করা হবে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ইনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবুল বাশার, ওবায়দুল হক লিটন, আব্দুছ ছাত্তার, ছাদেকুল হক ছাদির, মো: শাহ আলম, মো: আলী আজ্জম, রাশেদুল হক কাজী সুমন, কামাল মেম্বার, মুকুল, হাবিবুর রহমান হেলাল, মোবারক, মাইনু, শাহীন খন্দকার, অহিনুল, নজরুল, কামাল মেম্বার, গোলাম হোসেন, মামুন, কাহার প্রমুখ। বক্তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মলাই মিয়াকে পুনরায় বিএনপির সাধারন সম্পাদক পদে বহাল রাখার দাবী জানান।