Main Menu

নবীনগরে গৃহপরিচালিকার আত্মহত্যা

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার পদ্ম পাড়ার সোমবার দুপুরে আহম্মদ ইনষ্টিটিউটের ২য় তলায় পৌরসভার কর্মকর্তা বজলুর রহমানের  গৃহপরিচালিকা সুপর্ণা (১৩) কেড়ির ঔষধ পান করে। আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য জেলামর্গে প্রেরণ করে ও থানায় একটি ইউডি মামলা হয়েছে।


জানা যায়, পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে ও পৌর কর্মকর্তা বজলুর রহমানের গৃহপরিচালিকা সুপর্ণার সাথে নবীনগরের রহমতুল্লাহর দু’বছর যাবত মন দেয়ানেয়া চলছিল। দু’দিন পূর্বে পাড়ার লোকজন বিষয়টি নিয়ে কানাঘুষা করলে বজলুরের স্ত্রী সুপর্ণাকে জিজ্ঞাসা করে। এরই জের ধরে সুপর্ণা অভিমান করে কেড়ির ঔষধ পান করে আত্মহত্যা করে।


ওসি আবু জাফার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে ও একটি ইউডি মামলা নেয়া হয়।






0
0Shares