নবীনগরে আবারও সংখ্যালঘুদের বাড়িতে আগুন, পুজার ঘর ভষ্মীভূত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকায় একই রাতে চিঠি দিয়ে হুমকি দেওয়ার পনের দিনের মাথায় দুই সংখ্যালঘু বাড়িতে আগুন দিয়েছে দুবৃত্তরা।মঙ্গলবার গভীর রাতে উপজেলা পরিষদ সীমানা সংলগ্ন স্বদেশ রঞ্জন দেব ও পশ্চিম পাড়ার প্রদীপ সেনের বাড়িতে ঘটনাটি ঘটে। এ নিয়ে সংখ্যালঘু পরিবারসহ জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, পৌর এলাকার স্বদেশ রঞ্জন দেবের বাড়িতে গত ১৫দিন আগে দুর্বৃত্তরা একটি চিরকুটের মাধ্যমে টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে আগুন ধরিয়ে দেবার হুমকি দেয়। এই ঘটনায় কিছুদিনের মধ্যে দুর্বৃত্তদের ধরে ফেলার আশ্বস্ত করেও ব্যর্থ হয় স্থানীয় পুলিশ প্রশাসন। দুর্বৃত্তরা গভীর রাতে পুজার ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে পুজার ঘরের সমস্ত কিছু আগুনে ভষ্মীভূত হয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় এবং একটি চিরকুট লিখে গেইটে আঠা দিয়ে লাগিয়ে যায়। এতে একটি মোবাইল নাম্বারসহ লেখা ছিল ‘তুই আমার চিঠিটা অবহেলা করলি। এবার তুই ধীরে ধীরে টের পাবি। তুই কল্পনাও করতে পারবিনা (০১৯১৪০৭৬৭৫০)।এদিকে পশ্চিম পাড়ায় গত ৭ জানুয়ারী প্রদীপ সেনের বাড়িতে আগুন দেওয়ার দেড় মাস পর পুনরায় গত মঙ্গলবার গভীর রাতে একই কায়দায় আগুন দেয় পুজার ঘরে। এতে বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী রতন বনিকের বাড়িতেও চিরকুট লিখে টাকা দাবী করে। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম জানান, আমি শুনেছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।