নবীনগরে হিন্দু পাড়ায় আগুন ও চাঁদা দাবির পুলিশ ক্যাম্প স্থাপন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি গঠন
সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বণিক পাড়ার প্রদীপ সেনগুপ্তের বাড়িতে আগুন লাগানো ও ঘরের দরজায় ‘চিরকুট’ লাগিয়ে চাঁদা দাবির ঘটনায় হিন্দুদের আতংক দূর করতে ওই পাড়ায় একটি অস্থায়ী ‘পুলিশ ক্যাম্প’ বসিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে গতকাল বৃহস্পতিবার (০৯.০১.১৪) বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন পেশার সুধীজনের উপস্থিতিতে সর্বসম্মতভাবে ইউএনওকে ‘আহ্বায়ক’ করে ৫১ সদস্যের ‘নবীনগর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। ওই সভায় উপস্থিত সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আবু জাফর, নবীনগর আইনজীবি সমিতির সাবেক সভাপতি সুনীল দেব জীবন, বর্তমান সভাপতি সুজিত দেব, আওয়ামীলীগ নেতা শেখ নুরুল ইসলাম, জসীম উদ্দিন আহমেদ, শফিকুল ইমলাম, জাসদ নেতা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, সাংবাদিক মাহাবুবুল আলম, গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা প্রমুখ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি গঠন ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সত্যতা নিশ্চিত করেছেন।