রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় আটক -৮
ডেস্ক ২৪ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রী গ্রামে আজ মঙ্গবার সকালে পূর্ব শুত্রুতার জের ধরে সরকার বাড়ি ও শাহেব বাড়ির মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছেন চিএি গ্রামের ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা (২০), মতলব হোসেনের ছেলে রিগ্যাল হোসেন (২০), মৃত: শহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), মৃত: টুক্কু মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪২), আলমাস আলী ছেলে আমানত (৪০), আলমাস আলীর ছেলে ইদ্রিস মিয়া (৩৫), মুর্শিদ মিয়ার ছেলে শ্যামল(২৭),জয়নাল মিয়ার ছেলে জাকির হোসেন (২২)।
এ ব্যাপারে নবীনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুনরায় সংঘর্ষের আশংকায় ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর চিত্রী গ্রামের শাহেব বাড়ি ও সরকার বাড়ির সংঘর্ষে দু গ্রুপের তিন জন নিহত হয়। এ ঘটনায় দুপক্ষের শতাধিক লোককে আসামি করে খুনের মামলা করা হয় ।