এস.এ.রুবেল //ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভৈরবনগর গ্রামে যৌতুকের জন্য স্বামীর হাতে হাজেরা বেগম (২২) খুন হওয়ার দু’দিন পার হতে না হতেই আবারও একই করণে উপজেলার খারঘর গ্রামে বুধবার সন্ধ্যায় পাষন্ড স্বামী ও পরিবারের লোকজনের হাতে স্ত্রী খুন হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের চাচা আলী মিয়া বাদী হয়ে খুনের মামলা দায়ের করে। জানা যায়, আট মাস পূর্বে উপজেলা খারঘর গ্রামের গোলাপ মিয়ার ছেলে নাছির মিয়ার সাথে আশুগঞ্জের মৃত নোয়াব মিয়ার মেয়ে সাহেদা বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্যে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করতেন। ঘটনার দিন সন্ধ্যায় স্বামী ও তার পরিবারের লোকজন মারধর করে শ্বাসরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এ ঘটনার খবর পেওেয় মেয়ের বাড়ির লোকজন আসলে স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। ওসি আবু জাফর নবীনগরের খবরকে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খুনের মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। |