নবীনগরের কণিকাড়া গ্রামে তিনদিন ধরে বিদ্যুৎ নেই
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কণিকাড়া গ্রামে গত তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় ওই গ্রামের বাসিন্দাদের অসহনীয় এ গরমে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ওই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ও গৃহবধূ কানিজ ফাতেমা জানান, গ্রামের জোড়হাঁটি, মধ্যপাড়া ও দক্ষিণ পাড়ায় গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ নেই। ফলে গত তিনদিন ধরে ওই পাড়ার বাসিন্দাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। বিশেষ করে অসহনীয় এ গরমে গ্রামের তিনটি মসজিদে মুসুল্লীদের তারাবি নামাজ পড়তে গিয়ে মারাত্মক অসুবিধায় পড়তে হচ্ছে। এছাড়া ঈদকে সামনে রেখে বিভিন্ন বাড়ির ফ্রিজে রাখা মাছ-মাংসসহ প্রচুর মালামালও বিদ্যুতের অভাবে নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. আবুল কালাম আজাদ শনিবার (০৩.০৮.১৩) দুপুরে বলেন,‘ওই গ্রামের ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ার কারণে এ সমস্যার সৃষ্ঠি হয়েছে। ট্রান্সফর্মার মেরামতের চেষ্টা চলছে। তবে ঈদের আগে ট্রান্সফর্মার সচল হবে বলে মনে হচ্ছেনা।’ |
« নাসির নগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অভাবনীয় সাফল্য । (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আ.লীগ-যুবলীগের এক ডজন নেতা-কর্মীর দেশত্যাগে নিষেধাজ্ঞা »