প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচে’ বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বৃহস্পতিবার নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিশুসহ ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন হালিমা বেগম (৩০), জোহেরা বেগম (৬৫), মাসরিকা (৯), কাজল সূত্রধর (২০), রাহিম মিয়া (৮মাস) সামিয়া আক্তার (৮মাস) রোগীর আত্বীয় স্বজনরা জানান প্রচন্ড গরম,বিশুদ্ধ পানির অভাব এবং দুষিত খাবারের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। হাসপাতাল সুত্র জানায় এই গরমে প্রায় প্রতিদিনই একের অধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসছেন। হাসপাতালের টি.এইচ.ও ডা. মো. সাদেক মিয়া বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রচন্ড গরমে বৃদ্ধ ও শিশুদের শরীর থেকে ঘামের সাথে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। এই সময় তাদের অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি পরিমাণ বিশুদ্ধ পানি খাওয়ানো উচিত।’ |