নবীনগরে ২ মাদক ব্যাবসায়ী আটক
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
এস এ রুবেল : নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ২ ব্যাক্তিকে আটক করেছে। বুধবার বিকেলে ভোলাচং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হল খোকন মিয়া (৪৫) ও মোঃ ইয়ার হুসেন (৩০)। |
(পরের সংবাদ) সকল এনজিও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে: এফডিএস’র বার্ষিক সম্মেলনে সেকেন্দার আলী মনি »