Main Menu

নবীনগরে ভবন ঝুকিপূর্ণ হওয়ায় পুলিশ ফাঁড়ি সিলগালা

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় একটি পুলিশ ফাঁড়ি সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার নবীনগর থানা প্রাঙ্গনে আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িটি পরিত্যাক্ত ঘোষণা করে বন্ধ করে দেন।
ফাঁড়ির নতুন ভবন স্থাপনের জন্য সরকার এক একর জায়গায় দ্রুত নতুন ভবন তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে পুলিশ সুপার নবীনগর নতুন থানা স্থাপনের স্থান প্রস্তাবনায় বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানকল্পে আইন শৃঙ্খলা উন্নতির স্বার্থে পুলিশকে সহযোগিতার করার জন্য জনগণের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। নবীনরগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান খান, আওয়ামীলীগ নতা শেখ নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম.এ. খায়ের বারি, মো. রফিকুর ইসলাম, প্রেসকাব সহ-সভাপতি আজিজুল ইসলাম বাচ্চু ,সাংবাদিক সাইদুল আলম, জালাল উদ্দিন মনির, খ.ম. হযরত আলী প্রমূখ ।






Shares