নবীনগরে চুরির মামলায় সাংবাদিক গ্রেপ্তার, স্থানীয় সাংবাদিকদের নিন্দা ও মুক্তি দাবি
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং তিতাসের খবর ও কুমিল্লা থেকে প্রকাশিত একটি অনলাইন পোর্টালের সাংবাদিক সাধন সাহাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। সাধন সাহার দাবি, একটি ডাহা মিথ্যা ও হাস্যকর মামলায় আসামি বানিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে স্থানীয় সাংবাদিকেরা এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার আশু মুক্তি দাবি করেছেন। সাধন সাহার পরিবারের লোকজন জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এএসআই বিমল দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে সদরের পূর্বপাড়াস্থ তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে, আদালতে তার জামিনের আবেদন করা হয়। কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। নবীনগর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বিমল দাস বলেন,‘চট্টগ্রাম কোর্টে ২০১২ সালের শেষের দিকে দায়ের হওয়া তার ছোট বোনের বাড়িতে চুরি হওয়া সংক্রান্ত একটি সি আর মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। কোর্টের সেই ওয়ারেন্ট অনুযায়ি তাকে গ্রেপ্তার করা হয়।’ তবে সাধন সাহা নবীনগর থানায় সাংবাদিকদের বলেন,‘এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। কারও ইশারায় আমার ছোট বোনের স্বামী আমার বিরুদ্ধে এ ধরণের জঘন্য মিথ্যা ও হাস্যকর একটি মামলা করেছেন।’ নবীনগর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আজহার হোসেন ও সদস্য সচিব প্রভাষক জাকির হোসেন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন,‘আমরা স্থানীয় সাংবাদিকেরা সাংবাদিক সাধন সাহার আশু মুক্তি ও এ মিথ্যা মামলাটির সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি।’ |
« কসবায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি-স্কুল-দোকান পাট বিধ্বস্ত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা »