এরা হলো এজিদের বংশধর-এসব রাজাকারদের বিচার হতেই হবে—নবীনগরে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী
প্রতিনিধি:- ”৭১-এর চেতনায় তরুন প্রজন্ম আজ জেঁগে উঠেছে, জামাত শিবির ইসলাম চায় চায় না, ইসলামকে ব্যবহার করে এদেশকে পাকিস্তান বানাতে চায়, এরা হলো এজিদের বংশধর । এদের বিচার হতেই হবে । মুক্তিযোদ্ধের মাধ্যামে এ দেশ আমরা স্বাধীন করেছি,আর আজ এই নতুন প্রজন্ম আরেকটি মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে রাজাকারদের ফাঁসির দাবী আদায়ের মধ্য দিয়ে এ দেশকে কলংকমুক্ত করবে”। শনিবার (০২/৩) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এসব কথা বলেন । শতবর্ষ উৎস অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম । সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি এম এ হালিম । বক্তব্য রাখেন সাবেক সচিব মোঃ শাহ আলম সিদ্দিকী , সাবেক মেজর জেনারেল মোঃ বাকী মিয়া, আ’লীগ নেতা এবাদুল করিম বুলবুল, বোরহান উদ্দিন নসু, চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন সরকার, স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন ছাত্র মোহাম্মদ মোস্তফা । পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । |