বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ পৌঁছেছে,নবীনগরে শোকের মাতম
প্রতিবেদক : বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ও বিতঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ জনের লাশ মঙ্গলবার গভীর রাতে স্ব স্ব বাড়িতে পৌঁছেছে। তাদের লাশ বাড়িতে এসে পৌঁছার পর স্বজনদের বুকফাটা কান্নায় এক হৃদয়বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়। শোকের মাতম চলছে গ্রামে গ্রামে। বুধবার সকালে সরেজমিনে কাইতলা গ্রামে গিয়ে দেখা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা শোকাহত পরিবারগুলোকে স্বান্তনা দিচ্ছেন। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে গ্রামের বাতাস। এদিকে, অগ্নিকাণ্ডে একই গ্রামের ৫ জন নিহত হওয়ায় স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও কান্না ধরে রাখতে পারছেন না। কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, বুধবার সকাল ১১টায় কাইতলা যজ্ঞেশর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হবে। জানাজায় স্বজন ছাড়াও এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় একটি বাসভবনে আগুনে পুড়ে ১৩ জন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে ৫ জনের বাড়িই নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা হলেন, গোয়ালী গ্রামের আবু নাছের মিয়ার ছেলে জসিম, কাইতলার শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম সুজন ও স্বপন, গুড়িগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার হোসেন এবং ভৈরবনগরের চাঁদ মিয়ার ছেলে জারু মিয়া। |