Main Menu

মামলা করায় নবীনগরে এক সংখ্যালঘু ব্যবসায়ীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা

+100%-
নবীনগর প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করায় সংখ্যালঘু এক ব্যবসায়ীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা। ওই ব্যবসায়ী এখন হাসপাতালে চিকিৎসাধীন।    হাসপাতালে ভর্তি হওয়া আহত ওই সংখ্যালঘু ব্যবসায়ী দুলাল সরকার (৪৫) অভিযোগ করেন, উপজেলার শ্যামগ্রামে তাদের একটি মাছের প্রজেক্টের প্রায় দুই লাখ টাকার মাছ একই গ্রামের আবুল কালাম ও শেখ ফরিদের নেতৃত্বে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি গত সোমবার (৯.৪.১২) দুপুরে বেড় জাল দিয়ে জোরপূর্বকভাবে ধরে নিয়ে যায়। এ ঘটনায় তার ছোট ভাই তপন সরকার বুধবার (১১.০৪.১২) দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা করেন। এ ঘটনায় বিক্ষুব্দ হয়ে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ওইদিন (বুধবার) রাতেই দুলাল সরকারকে বাড়ি থেকে ধরে এনে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এনে ভর্তি করা হয়। নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন,‘বিষয়টি মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। কিন্তু এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে, ব্যবস্থা নেওয়া হবে।’






Shares