এস.এ.রুবেল : নবীনগরে গতকাল বৃহস্পতিবার এস.আই মীর মাহাবুব ও এ.এস আই লোকমান ৭ জন গাজা সেবন কারীদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সামছুল ইসলাম মেহেদীর আদালতে হাজির করলে গাজা সেবনের অপরাধে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। জানা যায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কড়ইবাড়ি গ্রামের দয়াল মাহবুব শাহর বাড়ি থেকে গাজা সেবন অবস্থায় মজনু শাহ (৪০), মাছুম (৩৫), স্বপন মিয়া (৪০), অমরেশ পাল (৬০), মোস্তফা (৩৯), মো: খোকন মিয়া (৩৩), আমির হোসেন (৫০) কে আটক করে।