জেলা পরিষদ নির্বাচন
সরাইল ও নবীনগরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীদের পৃথক দুটি পরিচিত এবং মতবিনিময় সভা সরাইল ও নবীনগরে অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওযামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী ও সাধারণ সদস্য পদ প্রার্থীদের এক পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ কামাল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, এডঃ শিব শংকরসহ সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ।
এছাড়াও গত রোববার সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীদের পরিচিত এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিউল আজাদ, এডঃ জয়নাল আবেদীন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডঃ আশরাফ উদ্দিন মন্তু, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ।প্রেস রিলিজ
উক্ত সভাদ্বয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী ও সদস্য প্রার্থীগণ উপস্থিত ভোটারদের কাছে নিজ নিজ পরিচিত তুলে তুলে ধরে ভোট ও সহযোগিতা কামনা করেন।