শোক সংবাদ
কবি দিলদার বেগম রোকেয়া আক্তার আর নেই
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দক্ষিন মোহল্লা গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট মহিলা সাহিত্যিক কবি দিলদার বেগম রোকেয়া আক্তার(৮৮) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি … রাজেউন)। তার রচিত মৌনাফী,চাঁই উপন্যাস সহ প্রায় এক ডজন প্রকাশনা গ্রন্থ রয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নবীনগরের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক মো: আলামিনুল হক আলামিনের শশুর মো: নরুল ইসলামের ইন্তেকাল
কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক মো: আলামিনুল হক আলামিনের শশুর নবীনগর পৌরএলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা মো: নরুল ইসলাম(৬২) গতকাল বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি … রাজেউন)। তিনি দির্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ এশার নবীনগর পাইলচ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়ে, পৌরএলাকার নারায়নপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।তার মৃত্যুতে নবীনগরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।