Main Menu

মানুষ তার স্বপ্নের সমান বড়,নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে— উপ সচিব মোঃ শরিফুল ইসলাম

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ মানুষ তার স্বপ্নের সমান বড়,নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে,নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হবে।জন প্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ শরিফুল ইসলাম এক শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস এসোসিয়েশন’৯৬ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়। হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল,ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু মোছা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ শামসুল আলম সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ নোমান সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, এ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, এম কে জসিম উদ্দিন, শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন সরকার, খোকন মাস্টার, কামরুল হাসান, আক্তারুজ্জামান, শিক্ষক জাকির হোসেন, দুলাল মিয়া, মাজেদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৪ টি ইউনিয়নের শিক্ষর্থীদের মধ্যে ট্যালেন্টপুলে ১০ জন ও সাধারণ গ্রেডে ১৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।






Shares