Main Menu

সরাইলে মাছ বাজারে বসার স্থান নিয়ে সংঘর্ষ আহত ৩০

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সকাল বাজারের মাছ বিক্রি করার বসার স্থানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ব্যাপারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে আহতদের নাম- পরিচয় জানা যায় নি। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য রকেট মিয়া সমর্থক সাচ্ছু ও বর্তমান ইউপি সদস্য শাহ আলম মিয়ার সমর্থক কাদিরের সাথে মাছ বাজারের বসার স্থান নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন লোক আহত হয়।

সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামন ফকির জানান, সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।






Shares