Main Menu

মলয়া গানের রচয়িতা সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪১তম জন্মোৎসব পালিত

+100%-

নবীনগর প্রতিনিধিঃ  এ উপমহাদেশের প্রখ্যাত মরমি সঙ্গীত ‘মলয়া’ গানের রচয়িতা, আধ্যাত্মিক সাধক কবি, মহর্ষি মনোমোহন দত্তের ১৪১-তম জন্মোৎসব ২৫ জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সর্বধর্ম অবতার শ্রীমৎ আনন্দ স্বামী মহারাজ এর একনিষ্ঠ শিষ্য মহর্ষি মনোমোহনের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার
সাতমোড়া গ্রামের ‘আনন্দ আশ্রম’ (মহর্ষির সমাধিস্থল) প্রাঙ্গণে দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
মহর্ষির এ জন্মোৎসবে দেশ বিদেশের হাজার হাজার ‘দয়াময়’ ভক্তের পাশাপাশি প্রতিবারের ন্যায় এবারও দেশ বিদেশের খ্যাতনামা কবি সাহিত্যিক, বরেণ্য শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবিগণ অংশ নেয়। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারত থেকেও
‘দয়াময়’ ভক্তরা অনুষ্ঠানস্থলে এসে যোগ দেয়।
গতকাল (শুক্রবার) অনুষ্ঠেয় ‘মনোমোহনের জীবন ও দর্শন’ শীর্ষক আলোচনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন দেশ বরেণ্য বুদ্ধিজীবি কবি আসাদ চৌধুরী। এতে তাহার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট মনোমোহন গবেষক ও পন্ডিতগণ। পরে সারা রাতব্যাপী মহর্ষি রচিত ‘মলয়া’ গানের আসরে সুনীল কর্মকার ও রফিক বাউলসহ দেশের বিশিষ্ট কন্ঠশিল্পীরা অংশ নেয়।
আনন্দ আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মহর্ষি প্রপৌত্র ডা. বিল্বভূষণ দত্ত ও সাধারণ সম্পাদক জয়দেব বর্মণ অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত
থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।






Shares