Main Menu

ভারতীয় সিরিয়াল না দেখার জন্য মায়েদের আহবান জানিয়েছেন ,আল-মামুন সরকার-নবীনগরে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

+100%-

_DSC0614-1ডেস্ক ২৪:: নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা বিদ্যালয় প্রাঙ্গণে (২৩/১) শনিবার সকাল-১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

ব্রাক্ষণবাড়ীয়া সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সায়েদুজ্জামান এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা,সাবেক পৌর মেয়র,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বড়াইল ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল,ব্রাক্ষণবাড়ীয়া ১নং কাউন্সিলর মোঃছাদেকুল রহমান শরীফ,বড়াইল ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃজাকির হোসেন,বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমোজাম্মেল হক,বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআলমগীর হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু কাউছার,বড়াইল পূর্ব,উওর,খারঘরের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম,ইয়াসমিন আক্তার,শিক্ষক নজরুল ইসলাম,হেবজু মাস্টার,ম্যানেজিং কমিটির সদস্য ডাঃমহিউদ্দীন,মোহাম্মদ মীর,মাসুদ রানা,সাবেক সদস্য হারুন-অর-রশিদ,ডাঃবুলবুল আহমেদ,হুমায়ুন কবির,প্রবীন মুরুব্বি আলী আজগর,বড়াইল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা মোঃমাজু মিয়া,মোখলেছ মিয়া,সাবেক শিক্ষক মলাই মাস্টার,ডাঃসালাম মিয়া।আরো উপস্থিত ছিলেন এডভোকেট মহিউদ্দীন আহমেদ জীবন,হাফেজ কামাল উদ্দীন,দুলাল মাস্টার,আলী আজম,স্বপন মোল্লা,শেখ শাওয়াল,শাহ আলম,অপু আহমেদ।

প্রধান অতিথি আল-মামুন সরকার তার বক্তব্য বলেন-বর্তমান সরকার শিক্ষাকে সর্ববোচ্চ অগ্রগাদিকার দিয়েছে,শিক্ষিত জাতি গড়ে তুলার জন্য শিক্ষার সকল ক্ষেএে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে সরকার।তাই সকল ছাএ-ছাএীদের কে নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষা ক্ষেএে নিজেদেরকে সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।সেই সাথে মায়েদের ভারতীয় সিরিয়াল না দেখে সন্তানদের প্রতি নজর দেওয়ার আহবান জানান।

বিদায় অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন-বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মোস্তাফিজুর রহমান নান্নু (মাস্টার)






Shares