বড়াইল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২১ মার্চ
আমিনুল ইসলাম//জাতীয় সংসদ নির্বাচন এর আদলে নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বড়াইল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত প্রত্যেক ছাত্র-ছাত্রী এ নির্বাচনে ভোট দিতে পারবে।প্রত্যেক ভোটার প্রত্যককে শ্রেণিতে ১টি এবং সর্বোচ্চ ২টি শ্রেণিতে ১টি করে মোট ৭টি ভোট দিতে পারবে।প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি হতে পাঁচজন এবং পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত তিন শ্রেণি থেকে একজন করে তিনজনসহ মোট ৭ জন নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। স্টুডেন্টস কেবিনেট প্রতিমাসে অন্তত একটি করে সভা করবে।কেবিনেট প্রধান সভায় সভাপতিত্ব করবে। শিক্ষকরা কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা ও পরামর্শ দেবেন।ইতি মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে ছাএ-ছাএীরা প্রথম বারের মত তাদের ভোটধিকার প্রয়োগ করবে।সেই সাথে উৎসবের কোন কমতি নেই প্রার্থীদের মাঝেও।
দশম শ্রেনীর প্রার্থী রিফাত,আফরোজা,নবম শ্রেনীর প্রার্থী মেহেদী হাসান,রিয়া,মারিয়া।অষ্টম শ্রেনীর জিহাদ সরকার ও ফয়সাল,সপ্তম শ্রেনীর আশ্রাফুল ভুইয়া,শষ্ঠ শ্রেনীর সানজিদা চৌধুরি জানান,জীবনে প্রথম কেবিনেট নির্বাচনে অংশগ্রহন করতেছি এ যেন এক অন্যরকম অনুভুতি।আর আমরা নির্বাচনে যদি জয় হতে পারি তাহলে বিদ্যালয়ের সর্বপরি উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছদ ও ঝড়েপড়া রোধ ও একটি শৃঙ্খলবান্ধব বিদ্যালয় গড়ে তুলবো।তাছাড়াও সবাই এক ধরনের মতামতো পেশ করেন।
আর নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার মোঃমাসুম মিয়া,সহ-কারি কমিশনার হোসনা আক্তার ও সাবিলাতুল জান্নাতকে নিয়োগ প্রদান করা হয়েছে।ইতি মধ্যে মনোনয়ন পএ যাচাই বাচাই শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ শে মার্চ সকাল-৯ টা হইতে বিকাল-২ টা পর্যন্ত ভোটগ্রহন ও শেষে ফলাফল প্রকাশ করা হবে।
এই প্রথম কেবিনেট নির্বাচনে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনী পর্যন্ত ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।এর মধ্যে বিজয়ী ৭ জনকে বিদ্যালয়ে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হবে যেমন,বিদ্যালয়,আঙ্গিনা, টয়লেট পরিষ্কার এবং বর্জ ব্যবস্থাপনা,পুস্তক ও শিখন সামগ্রী,স্বাস্থ্য,ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম,পানি সম্পদ,বৃক্ষ রোপণ ও বাগান তৈরি সবুজায়ন,বিভিন্ন দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি ইত্যাদি। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক বলেন, কৈশোর থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সহিষ্ণুতা ভুলে শ্রদ্ধাবোধ বাড়ানো।শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা ও অভিভাবকের সম্পৃক্ততা। শতভাগ ছাত্র-ছাত্রীর ভর্তি ও ঝরেপড়া রোধে সহযোগিতা করা।প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই স্টুডেন্টস কেবিনেট নির্বোচনের এর মাএ উদ্দেশ্য।