Main Menu

চার নারীসহ আ.লীগের ২৪ জন

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে এক গ্রামেরই ৫ প্রার্থী !

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এক গ্রাম থেকেই ৫ জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া চার নারীসহ আওয়ামীলীগের মোট ২৪ জন প্রার্থী এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন, ‘২৪ জনের মনোনয়ন কেনার বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর প্রথমবার তফসিল ঘোষণার পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেন। এরমধ্যে উপজেলার বাড়াইল গ্রাম থেকেই ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ পাঁচজন হলেন- কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি এবাদুল করিম বুলবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সমবায় ও স্বনির্ভরতা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের দুই সদস্য মাইনুদ্দিন আহমেদ ও নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুর রহমান সোহেল। আর চারজন নারী প্রার্থী হলেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নুরুন্নাহার বেগম, আওয়ামীলীগ নেত্রী মাহমুদা আক্তার শিউলি, মাহমুদা মুক্তা কিমা ও কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী তাহ্রিমা হক সুপ্তি।
এদিকে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলসহ অন্য যাঁরা মনোনয়ন ফরম কিনেছেন তাঁরা হলেন- উপজেলার কুড়িঘর গ্রামের খোরশেদ আলম, ধনাশির আরিফুল ইসলাম ভূঁইয়া, শ্রীরামপুরের নিয়াজ মো. খান, কুড়িঘরের মো. হেলাল উদ্দিন, বিটঘরের সিরাজুল হক খান, লাউর ফতেপুরের মো. জাকির আহমেদ, রসুল্লাবাদের খন্দকার এনামুল হক নাছির, থোল্লাকান্দির একেএম মমিনুল হক সাঈদ, গুড়িগ্রামের কবির আহমেদ ভূঁইয়া, খাগাতুয়ার আলামিনুল হক, রসুল্লাবাদের শেখ আবুল হোসেন, শ্রীরামপুরের কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, বলদীবাড়িরর কাজী মোরশেদ হোসেন কামাল ও আলমনগরের মো. শফিকুল ইসলাম। স্থানীয় নেতাকর্মীরা জানান, মনোনয়ন কেনা এসব প্রার্থীর মধ্যে ৩/৪ জন ছাড়া বাকিদের কাউকেই তেমনভাবে আমলে নিচ্ছে না উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কারণ, এসব প্রার্থীদের বেশীরভাগই এলাকায় অনুপস্থিত।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুজিত কুমার দেব বলেন,‘২৪ জনের মনোনয়ন ফরম জমা দেয়ার বিষয়টি আসলেই বিব্রতকর। আমার কাছে ১৫/১৬ জন প্রার্থী দোয়া নিতেও এসেছিলেন। আমি মনে করি, এসব প্রার্থীর ২ থেকে ৩ জনের মধ্য থেকেই একজনের মনোনয়ন চূড়ান্ত করবেন দলের হাই কমান্ড।’






Shares