বাংলাদেশকে এগিয়ে নিতে যুদ্ধে নেমেছেন শেখ হাসিনা, সে যুদ্ধে আপনাদের পাশে থাকতে হবে — আসাদুজ্জামান নূর-এমপি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ একটি সংগ্রামে লিপ্ত হয়েছেন।একটা যুদ্ধে নেমেছেন, সে যুদ্ধ হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। সে লড়াইয়ে আপনারা পাশে থাকতে হবে।এটা রাজনীতির কথা নয় এটা বাঁচা মরার কথা। ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলা রতনপুর আব্দুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে গত রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেসে বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সৈয়দ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ জসিমের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট বুদ্ধিজীবী নাট্যকার একুশে পদক প্রাপ্ত ত্যাষ্টী মুক্তিযোদ্ধ জাদুঘর, আলী জাকের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি এবাদুল করিম বুলবুল,উপজেলা সাধারণ সম্পাদক এম এ হালিম,ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.কাজী মোর্শেদ হোসেন কামাল,পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ¦ বুরহান উদ্দিন আহাম্মেদ,সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সনি আক্তর সূচী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ নুরনাহার বেগম,ইউপি চেয়ারম্যান জি এস রুহুল আমীন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার- মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, ওসি মো: আসলাম শিকদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
পরে স্কুলের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ী ছাত্র ও ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।