প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন ৬ বছরেও হয়নি :: দীর্ঘ এক যুগ ধরে ঠাই দাঁড়িয়ে আছে নবীনগর- ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সেতু
এস.এ. রুবেল::তিতাস নদীর উপর এলজিইডি’র নির্মিত বিশাল এক সেতু দীর্ঘ এক যুগ ধরে ঠাই দাঁড়িয়ে আছে। এই সেতু নির্মান হওয়া সত্বেও নবীনগর বাসীর প্রানের দাবি জেলা সংযোগ সড়ক ভাবনার রাজ্যে বিরাজমান ।
বর্তমান প্রধানমন্ত্রী ২০১০ সালের ১২ মে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল জনসভায় নবীনগরবাসির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সুষ্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন , খুব অল্প সময়ের মধ্যে নবীনগর উপজেলার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। আধা যুগ আগে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন আজো হয়নি। যে কারনে নবীনগরবাসীর স্বপ্নের এ সড়কপথ স্বপ্নই রয়ে গেছে।
স্থানীয় সুশীল মহলের ভাবনা, প্রধানমন্ত্রীর দেয়া সেই প্রতিশ্রুতি লক্ষে সড়ক নির্মান কাজ এখনও শুরু না হওয়ায় সেই ঘোষণার দীর্ঘ ছয় বছর পরও এই এলাকার ৭ লাখ মানুষের প্রানের দাবীটুকু বাস্তবায়নে কি এমন বাধা থাকছে।
« নবীনগরে ৪ দিনে ৬ জনের অপমৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু »