Main Menu

নৌকাডুবির ঘটনায় আহত নবীনগরের ৭ জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাগলা নদীতে নৌকাডুবির ঘটনার আহত জেএসসি পরীক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছে। নৌকাডুবির ঘটনায় সেদিন অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের জেএসসি পরীক্ষা দিতে পারেনি ওরা।

সাত পরীক্ষার্থী হলো শান্তা বেগম, খাদিজা আক্তার, শান্তা খানম, জান্নাত আক্তার, রুমা বেগম, পাপিয়া বেগম ও সামিয়া আক্তার।

নবীনগরের ইউএনও সালেহীন তানভীর গাজী জানান, প্রথম পরীক্ষায় ১৬ জন অনুপস্থিত ছিল। তাঁদের মধ্যে নৌকাডুবির কারণে সাতজন পরীক্ষা দিতে পারেনি। ওই সাতজনই আজ পরীক্ষা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে তাদের বোর্ড কর্তৃক প্রণীত ভিন্ন একটি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর সকালে নবীনগর উপজেলার পাগলা নদীর কৃষ্ণনগর এলাকায় বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।






Shares