Main Menu

নোয়াখালীর ব্যবসায়ীকে আটকে মুক্তিপন দাবী:: নবীনগর থেকে তিন দিন পর উদ্ধার

+100%-

golam sarwarএস এ রুবেল:: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের গোলাম সারোয়ার বিপ্লব নামে এক ব্যবসায়ীকে মাটি কাটার সাইট দেখানোর কথা বলে কৌশলে আটকে রেখে তার ছোট ভাইয়ের কাছে দুই লক্ষ টাকা মুক্তিপন চায় অপহরনকারীর দল। আটকের তিন দিন পর র্যাব-১৪ নবীনগর উপজেলার থোল্লাকান্দি (দয়ালনগর) গনি শাহ মাজার সংলগ্ন টিউবয়েল মিস্ত্রী নুরুল ইসলামের দুতলা বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে।
ভিকটিমের ছোট ভাই আনোয়ার হুসেন উদ্ধারের আগে নবীনগর থানায় এসে লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্ল্যেখ করেন, গত (১৪/২) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তারর মোবাইল ফোনে তার ভাইকে আটকে মুক্তিপন হিসেবে দুই লক্ষ টাকা চাওয়া হয়। মুক্তিপনের টাকা না দিলে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয় তারা।
দফায় দফায় মোবাইলে ফোন দিয়ে মুক্তিপনের টাকা দিয়ে ভাইকে ফেরত নিতে তাকে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে আসতে বলা হলে তিনি চট্রগ্রামের র্যাব-৭ ক্যাম্পে গিয়ে এ ব্যাপারটি জানান। ওই ক্যাম্প থেকে নবীনগর এলাকা র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের আওতাধিন বলে দেয়া হলে তিনি ওই ক্যাম্পের সহযোগীতা চান।পরে মোবাইল লিস্টের সুত্র ধরে উক্ত ভিকটিমের অবস্থান নিশ্চিত করা হয়।র্যাব-১৪ ক্যাম্পের ডিএডি (পুলিশ পরিদর্শক) জামাল হোসেন মীরের নেতৃত্বে র্যাব ১৪ টিম গতকাল (১৬/২) রাত সাড়ে বারটারর দিকে ভিকটিমকে উদ্ধারের উদ্যেশে বের হন।শেষে আজ সকাল সোয়া ছয়টার দিকে ভিকটিমকে উদ্ধার করে উক্ত টিম । এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীর দল পালিয়ে যায়।
অসুস্থ অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।






Shares