নবীনগর যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী আবদুল কুদ্দুসের মৃত্যু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান ফুল মিয়া বিরুদ্ধে করা যুদ্ধাপরাধী মামলা অন্যতম স্বাক্ষী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সমাজ সেবক আবদুল কুদ্দুস (৬৬) শুক্রবার (২৯/১১) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহির…রাজেউন)। মুত্যু কালে তিনি স্ত্রী ১ মেয়ে রেখে যান।
শনিবার (৩০/১১) সকালে তার নামাজে জানাজা শেষে শ্রীরামপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। গত ২০১৫ সালে সাবেক ওই আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে শ্রীরামপুর গ্রামে মু্িক্তযোদ্ধা আবদুল আওয়াল স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সন্যদের সহায়তাদানকারি চিহিৃত করে খুন ধর্ষন অঙ্গিসংযোগ ও লুটতরাজ করার অভিযোগ এনে মামলা করেন। যুদ্ধাপরাধ ট্রাইব্রোনালে মামলাটি তদন্ত শেষে বিচারধীন প্রক্রিয়ায় রয়েছে । ওই মামলায় এই বিশিষ্ট সমাজসেবক আবুদুল কুদ্দুস ৫ নং স্বাক্ষী ছিলেন।