নবীনগর থানা চত্বরের প্রবেশমুখের গর্তে পড়ে শিশুর অবস্থা আশংকাজনক
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার প্রবেশ মুখের নির্মাণাধীন গেইটের সংস্কার কাজ চলাকালীন অবস্থায় তৈরি করা গর্তে পড়ে সাড়ে চার বছরের এক শিশু দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। সাথে সাথে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর মনে হওয়ায় উন্নত চিকিৎসায় ঢাকায় নিতে পরামর্শ দেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা। ঠিক ওই মহুর্তে বাচ্চাটির পরিবারের লোকজন হতভম্ব হয়ে যায়। কি করবে ভেবে উঠতে পারে না। সেসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, স্থানীয় পৌর মেয়র এড. শিব শংকর দাশ। তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান এর সাথে পরামর্শ করে নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এছাড়াও বাচ্চাটির পরিবারের লোকজনের কাছে তিনি নগদ ৫০০০ টাকা দেন।
বিষয়টি স্থানীয়দের মনে দাগ কাটে। জানা গেছে, আজ ৩১ ডিসেম্বর দুপুরে থানা গেইটের পিলার বসাতে গর্ত করে নির্মাণ শ্রমিকেরা। বাচ্চাটি মায়ের সাথে হেটে যাওয়ার সময় ওই গর্তে পড়ে যায়। এতে বাচ্চাটির গুরুতর আহত হন। বিথী আক্তার নামে আহত শিশুটি উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। এ বিষয়ে জানতে চাইলে, মেয়র এড. শিব শংকর দাশ জানান, শিশুটির উন্নত চিকিৎসার জন্য আমার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করবো।