নবীনগর থানার পুলিশের মাদক বিরোধী অভিযান:: ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
প্রতিনিধি:: নবীনগর থানার পুলিশ উপজেলার বাঙ্গরা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করে। আজ বুধবার (০১/০২ ) সকাল ৯ টার দিকে ওই এলাকার দঃ পূর্ব পাড়ার আব্দুর মতিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।
থানা সুত্র জানায়, উক্ত থানার দায়ীত্বরত এস আই মিজানুর রহমান, এ এস আই বিল্লাল হসেন সংগীয় ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালায়।
আকস্মিক এ অভিযানে পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মতিন,আকতার মিয়া ,দ্বীন ইসলাম সহ ঘরের অন্যান্য মহিলা সদস্যরা সটকে পরে। সে সময়ে বিক্ষুব্ধ গ্রামবাসীর ধাওয়ায় দ্বীন ইসলাম (২৬) নামে ১ ব্যাক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির বসত ঘর হইতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জহর মোল্লা, সাধারণ সম্পাদক মিধন মিয়া, উক্ত ওয়ার্ডের (৭নং )বর্তমান মেম্বার আবু হানিফ,জিনদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম সফিক, কুদ্দুস মিয়া, বেদন মিয়া, রবি মিয়া, জাকির হুসেন সহ আরো অনেকে।
ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সফিক জানান, গ্রামে মাদক বিক্রির কারনে যুব সমাজ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে এরা নেশার টাকা যোগাতে এলাকায় বহু অপকর্ম ঘটায়। আইনপ্রয়োগকারীর সাথে গ্রামবাসীর মাদক নির্মুলে একাত্মতা সত্যিই অনুকরন করার মত।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীকে আজ (বুধবার) দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।