নবীনগরে ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হলো ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান। বৃহস্পতিবার নবীনগর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলি চাইল্ড প্রি ক্যাডেট স্কুল ও হুরুয়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আজহারুল ইসলাম লালু, আজিজ মোল্লা, জসিম উদ্দিন দুলাল, মনিচান মকসুদ প্রমুখ।
হলি চাইল্ড প্রি ক্যাডেট স্কুলে ম্যানেজিং ডিরেক্টর ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে ও স্কুলের সুপারভাইজার আমিন খান অন্তরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা কামাল হায়দার মাশরেকী। উপস্থিত ছিলেন শ্যামগ্রাম দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্কী মোহাম্মদ রেজা, সাবেক মহিলা কমিশনার হেনা বেগম, হলি চাইল্ড প্রি ক্যাডেট স্কুলের অভিভাবক জাকির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শারমিন সুলতানা।
হুরুয়া পশ্চিম সরকারী বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাবিল মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ফজলুল হক, আব্দুর রউফ, শিশু মিয়া, মঙ্গল মিয়া, নোয়াব মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, তোমাদের আগামীর দিনগুলোকে সৌন্দর্য্যমন্ডিত করতে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে গড়ে উঠবে। তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।
আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীদের সফলতার জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।