নবীনগরে ১৮oo পিস উদ্ধার
গত ১২ তারিখ রাত অনুমান২২:৩o ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ নোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে অবস্থিত মোবারক প্লাজা এন্ড শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় গ্রীন লাইফ হাসপাতাল এর ১১o নং কক্ষে তল্লাশী করে খাটের উপরে তোষক এর নীচে ১৮oo পিস(এক হাজার আটশত)
ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় ।
জনৈক মোবারক মিয়া গ্রাম বলিবাড়ি` নবীনগর শপিং কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকার_উক্ত মার্কেটের ২য়তলায় পূর্বাংশে গ্রীন লাইফ হাসপাতাল স্থাপন করেন , হাসপাতাল পরিচালনার স্বার্থে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন জনৈক মাহাবুব মোর্শেদ ও শরিফুল ইসলাম অংশীদার হিসেবে চুক্তিনামা মোতাবেক কার্যক্রম পরিচালনা করিয়া আসছিলেন পরবর্তীতে অংশীদারদের মধ্যে ব্যবসায়িক বিষয়াদি নিয়া মনোমালিন্য সৃষ্টি হলে বাঙ্গরা বাজার কমিটির মাধ্যমে মীমাংসা হয় \ বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জহিরুল হক এবং সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে উক্ত গ্রীনলাইফ হাসপাতালের যাবতীয় মালামাল তালিকাভুক্ত করে হাসপাতাল তালাবদ্ধ করে চাবি বাজারের সভাপতি জহিরুল হকের নিকটে বুঝিয়ে দেয়া হয় , জানা যায় বাজার সভাপতি জহিরুল হক তার ছোটভাই মোঃ সফিকুল ইসলাম{৩৫} চাবি নিয়ে উক্ত হাসপাতালে১১০নং কক্ষে বন্ধুবান্ধব নিয়া | রান্নাবানাসহ রাত্রিযাপন করতো|
বাজার সভাপতি জানায় তার ছোটভাই উক্ত ইয়াবা সংরক্ষন করিয়াছে ` এই সংক্রান্তে মোঃ সফিকুল ইসলাম{৩৫} আসামী করে নবীনগর থানার মামলা নং১৫ তাং১৩|৬| ১৬ ইং ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ‘১৯৯o এর১৯(১) এর টেবিল ৯(খ)২৫রুজু করা
হইয়াছে