নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2025/02/IMG_20250211_185759.jpg?resize=684%2C459)
মঙ্গলবার দুপুরে নবীনগর রাধিকা সড়কের সাহারপাড় মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বেবী দেবনাথ (৪০) নামে ওই নারীর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। তার দুই সন্তান আদি (৯) ও আবীরকে (৬) গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে রাধিকা সড়কের সাহারপাড় মোড়ে দ্রুতগামী সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, রক্তাক্ত বেবী রাণী দেবনাথ নামের ওই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় দুলাল দেবনাথ জানান, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের স্বপন দেবনাথের কন্যা বেবী দেবনাথ (৪০) দুপুরে তার দুই ছেলেকে নিয়ে স্বামী তাপস দেবনাথের বাড়ি পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের দশানী গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর নিহত বেবীর গলায়, কানে থাকা স্বর্ণালংকারসহ ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মালামাল একটিও পাওয়া যায়নি।
নবীনগর থানার সেকেন্ড অফিসার মো. আবদুল মুনাফ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠিয়ে সিএনজি ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে।নিহত ওই নারীর লাশও থানায় আনা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নির্ভিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ঐতিহ্য রক্ষা করা আসছে – মোহাম্মদ জাবেদুর রহমান (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে সকলকে আন্তরিক হতে হবে -অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান »