Main Menu

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নারী নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে নবীনগর রাধিকা সড়কের সাহারপাড় মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বেবী দেবনাথ (৪০) নামে ওই নারীর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। তার দুই সন্তান আদি (৯) ও আবীরকে (৬) গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে রাধিকা সড়কের সাহারপাড় মোড়ে দ্রুতগামী সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে,  রক্তাক্ত বেবী রাণী দেবনাথ নামের ওই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় দুলাল দেবনাথ জানান, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের স্বপন দেবনাথের কন্যা বেবী দেবনাথ (৪০) দুপুরে তার দুই ছেলেকে নিয়ে স্বামী তাপস দেবনাথের বাড়ি পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের দশানী গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর নিহত বেবীর গলায়, কানে থাকা স্বর্ণালংকারসহ ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মালামাল একটিও পাওয়া যায়নি।
নবীনগর থানার সেকেন্ড অফিসার মো. আবদুল মুনাফ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠিয়ে সিএনজি ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে।নিহত ওই নারীর লাশও থানায় আনা হয়েছে।