Main Menu

নবীনগরে সাড়া ফেলেছে ‘মানবতার দেয়াল’

+100%-

নবীনগর প্রতিনিধিঃ  ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। দেয়ালটিতে হ্যাংগারে কিছু কাপড় ঝুলানো। প্যান্ট-শার্ট-গেঞ্জি-চাদর ইত্যাদি। কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দুয়েকটি কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যান।

এমন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। আপনার অপ্রয়োজনীয় জিনিসটি কারো মুখে ফুটাতে পারে প্রয়োজনের হাসি এই শ্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সমস্যা কিছুটা লাঘব করতে ৮ জানোয়ারী জসিম আব্দুল্লাহ,স্বপণ,মাজেদ,উত্তপল গহু রণি সহ কয়েকজন তরুন নবীনগর সরকারি কলেজ রুডে একটি দেয়ালে গড়ে তুলেছেন ‘মানবতার দেয়াল’। দুদিনের মাঝেই বেশ জনপ্রিয় হয়ে উে ছে ‘মানবতার দেয়াল’। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে খুব দ্রুতই ভাইরাল হচ্ছে ‘মানবতার দেয়াল’। সেই সাথে তাঁর উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকাবাসী । বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্র এখন স্থান পাচ্ছে ‘মানবতার দেয়ালে’।






Shares