Main Menu

নবীনগরে শিক্ষা পরিবারের উদ্যোগে বাহারি ডিজাইনের পিঠা উৎসব

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি   :: পিঠা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের অংশ। শীত মাখানো প্রকৃতির এমন রূপে গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে পিঠা উৎসব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে । উক্ত পিঠা উৎসবের সভাপতিত্ব করেন উপজেলা একাডিমিক সুপার ভাইজার ইতি বেগম।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন মিসেস তানিয়া ছিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, আব্দুল কাইয়ুম ও মতিউর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত পিঠা উৎসবে ০৯ টি স্টল অংশগ্রহণ করে। প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে নিয়ে পাঁচ জন বিচারকের উপস্থিতিতে
বিভিন্ন স্টল পরিদর্শন করে সকল বিচারকরা আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কে যৌথভাবে তৃতীয় স্থান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় স্থান ও নবীনগর মহিলা ডিগ্রী কলেজ কে প্রথম স্থান ঘোষণা করেন।





Shares