নবীনগরে যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন গ্রেপ্তার
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2025/02/IMG_20250208_171055.jpg?resize=510%2C350)
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম রিপন পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মরহুম মোতালেব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে শনিবার দুপুরে সদরের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। বিকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
« বিয়ে করলেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল প্রেসক্লবে অপ-সাংবাদিকতা রোধে আলোচনা সভা »