Main Menu

নবীনগরে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

নবীনগর  প্রতিনিধি: সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধকল্পে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এবং গঠন করা হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি। মঙ্গলবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সেভ দ্যা সিস্টার্স এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল চিত্ত রঞ্জন পাল। বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, ওসি (তদন্ত) রাজু আহমেদ, সেভ দ্যা সিস্টার্স এর উপদেষ্টা মমতাজ বেগম প্রমুখ।
বক্তরা মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে কোন বিষয়ে তোমরা প্রথমে তোমাদের বাবা-মায়ের সাথে পরামর্শ করবে, বিশেষ করে চলার পথে যদি তোমাদের কেউ কোন প্রকার ইভটিজিং করে তাহলে সাথে সাথে বাবা-মাকে জানিয়ে অবশ্যই আইনের সাহায্য নিবে। সমাজে বাল্য বিবাহ রোধেও তোমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবে এবং আমাদের সাহায্য নিবে। পরে ১১ সদস্য বিশিষ্ট বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।






Shares