নবীনগরে বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালাম সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ সালামের ছোট ভাই আনোয়ারুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম শাহন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, জিয়াউল হক সরকার, জসীম উদ্দিন সরকার, মাহাবুব মোর্শেদ, মনির সরকার প্রমুখ।
উল্লেখ, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হন শহীদ আব্দুস সালাম সরকার।
« টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের, টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারে::মেয়র নায়ার কবির (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় নিরাপত্তা চেয়ে মেয়রের জিডি »