নবীনগরে বাল্যবিয়ে বন্ধ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকায় উত্তরপাড়ায় বিয়ে করতে এসে বরসহ কনের পিতা ও কাজী এখন পুলিশ হেফাজতে । কনের সহপাঠীদের অভিযোগে প্রেক্ষিতে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়ের আসর থেকে বর-কনে কে থানায় তুলে নিয়ে আসে। গতকাল বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পৌর এলাকার উত্তর পাড়ার আলী আজ্জমের মেয়ে ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মোছা: দিপা(১৪) সঙ্গে উপজেলার নাটঘর গ্রামের ওয়ালী মিয়ার ছেলে সাদিকুর রহমান(৩০) এর বিয়ে হচ্ছিল। দিপার সহপাঠীরা এ বিয়ের খবর শোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে বিয়ের আসরে এসে বাঁধা দেয়। পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্কুল ছাত্রীদেও সহযোগিতায় এই বাল্যবিয়ে বন্ধ করে বর-কনে সহ কাজীকে পুলিশ হেফাজতে নেয় হয়েছে।
« নবীনগরে সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট আবদুল লতিফ এমপির বাবার নামে এতিমখানা শুভ উদ্বোধন (পূর্বের সংবাদ)