নবীনগরে বজ্রপাতে নিহত- ১, আহত- ২
নবীনগর প্রতিনিধি: মাছ ধরা একটি শখের বিষয়। আর এই শখ অনেকের জীবনে আকস্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তেমনি একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে। গতকাল বৃহস্পতিবার (০৭/০৯) মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ১ নারী নিহত ও ২ জন আহত হয়েছে।
জানা গেছে, লাউর গ্রামের শাহাজাহান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৫০) বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কৃষি জমিতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিম (৪৫) ও জাহেরুল (৬৫) কে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত দুইজনের বাড়ি বগুড়া। ইউপি সদস্য মনির হোসনে জানান, কৃষি জমিতে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে হনুফার মৃত্যু হয় এবং ২ জন আহত হয়।
« নবীনগর প্রেসক্লাবে মতবিনিময় সভা ৫৭ ধারা রহিতকরনের দাবী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ। »