নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু




স্থানীয় সূত্রে জানা যায়, বুুধবার দুপুর ১২ টায় বাড়ির পাশের একটি ফসলের মাঠে দুই বোন খেলতে যায়। সেখানে একটি পুকুরও ছিল। দুই বোন খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ১ ঘন্টা পর পুকুর থেকে প্রতিবেশীরা দুই চাচাতো বোনের লাশ উদ্ধার করেন।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ লাখ টাকা ছিনতাই: ২ জন গ্রেপ্তার »