Main Menu

নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে বছরের প্রথম দিনেই খুন হলেন এক যুবক

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে বুধবার সন্ধ্যায় জাহিদ হাসান সানি (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। পাওনা মাত্র এক হাজার টাকা চাইতে গিয়ে সানি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে।

পুলিশ ও স্হানীয়সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ভোলাচং পাল পাড়ার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর ছেলে, এক সন্তানের জনক জাহিদ হাসান সানি দুই বন্ধুকে নিয়ে মটরসাইকেল যোগে শ্রীরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুর কাঁচারি মোড়ের কাছে আসলে শ্রীরামপুর গ্রামের জীবন মিয়ার সাথে তাদের দেখা হয়। জীবনের সাথে এ সময় বেশ কয়েকজন যুবক অবস্থান করছিলো।এ সময় সানি জীবনের কাছে তার পূর্বের পাওনা এক হাজার টাকা চাইতে গেলেই দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সানির বুকে সজোরে আঘাত করে। এসময় সানির সাথে থাকা দুই বন্ধু রুবেল ও মিজান তাদের বন্ধু সানিকে বাঁচাতে এগিয়ে এলে এরাও প্রতিপক্ষের অস্ত্রের আঘাকে রক্তাক্ত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, ওসি রনোজিত রায় হাসপাতালে ছুটে যান। পরে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় ঘটনাস্থল ঘুরে এসে বলেন, মাত্র এক হাজার পাওনা টাকা চাইতে গিয়ে সানি রাজীবের হাতে খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। খুনীদের ধরতে পুলিশী অভিযান চলছে।



(পরের সংবাদ) »



Shares